শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সবচেয়ে বড় বিমান গোলায় ধ্বংস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

চলমান যুদ্ধে ইউক্রেনের সরকার জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় বিমান আন্তোনভ আন-২২৫ ‘ম্রিয়া’ ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার আগ্রাসনের মধ্যে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এ তথ্য জানান। ইউক্রেনের অ্যারোনটিকস কোম্পানি ‘আন্তোনভ’ বিমানটি বানিয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় এই কার্গো বিমান কিয়েভের কাছে হস্তমেল বিমানবন্দরে রাশিয়ার গোলার আঘাতে পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। সোভিয়েত ইউনিয়ন আমলের শেষ দিকে এই বিমান নকশা ও নির্মাণ করা হয়েছিল। এই উড়োজাহাজ এতই বড় যে রাইট ভাতৃদ্বয়ের প্রথম উড্ডয়ন যতদূর গিয়েছিল ততদূর পর্যন্ত এই উড়োজাহাজের দৈর্ঘ্য। আসলে স্পেস শাটল পরিবহন করতে এই উড়োজাহাজ বানানো হয়েছিল। বিমানটি ধ্বংসের পর ইউক্রেন বলেছে, তারা আবার এই বিমান তৈরি করবে। এক টুইটে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, “রাশিয়া আমাদের ‘ম্রিয়া’ গুঁড়িয়ে দিয়েছে...। ”কিন্তু তারা আমাদের শক্তিশালী, স্বাধীন আর গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না কখনই। জয় আমাদের হবেই।” ইউক্রেন ভাষায় ম্রিয়া অর্থও স্বপ্ন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন