বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ক্লাস্টার ও ভ্যাকুয়াম বোমা ব্যবহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১২:১১ এএম

একটি ভ্যাকুয়াম বোমা বা থার্মোবারিক অস্ত্র উচ্চ-তাপমাত্রার বিস্ফোরণ তৈরি করে। এ বিস্ফোরণ ঘটাতে এই বোমা আশপাশের বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। এটি সাধারণত একটি প্রচলিত বিস্ফোরকের তুলনায় উল্লেখযোগ্যভাবে দীর্ঘ সময়ের একটি বিস্ফোরণ তরঙ্গ তৈরি করে এবং এটি মানবদেহকে বাষ্পীভূত করতে সক্ষম। ইউক্রেনে বড় ধরণের ধ্বংসযজ্ঞ চালাতে রাশিয়া ক্লাস্টার ও ভ্যাকুয়াম বোমা ব্যবহার করছে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা। স্থানীয় সময় সোমবার তিনি এ দাবি বলেছেন। ওকসানা মার্কারোভা বলেন, এটি এমন একটি অস্ত্র, যা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এর আগেই নিন্দা জানিয়েছে। ইউক্রেনের এই রাষ্ট্রদূত মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, রাশিয়া তার দেশে ভ্যাকুয়াম বোমা নামক একটি থার্মোবারিক অস্ত্র ব্যবহার করেছে। আজ এই বোমা ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, ‘তারা (রাশিয়া) ইউক্রেনকে বড় ধরণের ধ্বংসযজ্ঞ চালাতে চাচ্ছে।’ রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন