বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বোয়িং কোম্পানি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ১০:১৪ এএম

বিশ্বের অন্যতম বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং রাশিয়ার অংশীদারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। স্থানীয় সময় মঙ্গলবার (১ মার্চ) প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে জানায়, এটি মস্কোর সঙ্গে সব কার্যক্রম স্থগিত করবে।

বোয়িংয়ের এই ঘোষণার ফলে মার্কিন বিমান নির্মাতাকারী প্রতিষ্ঠানটি রাশিয়ার বিমানের জন্য আর প্রযুক্তিগত সহায়তা বা রক্ষণাবেক্ষণ বা যন্ত্রাংশ সরবরাহ করবে না।

গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) বোয়িং কম্পানি রুশ হামলার শিকার কিয়েভে তার কার্যালয় এবং মস্কোতে তার পাইলট প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ করে দেয়।
কেম্পানিটির একজন মুখপাত্র বলেছেন, বোয়িং ‘এ অঞ্চলে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করেছে। ’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রের আকাশে সব রুশ ফ্লাইট (বাণিজ্যিক ও ব্যক্তিগত) চলাচল নিষিদ্ধ করেছে। ইউরোপীয় দেশগুলো এবং কানাডার আরোপিত অনুরূপ ব্যবস্থার আলোকে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। সূত্র: বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন