ইউক্রেনে রাশিয়ার হামলার অষ্টম দিন চলছে। রাশিয়ার মতো কায়দায় তাইওয়ানে আক্রমণ করবে চীন। খুব শিগগিরই সেই যুদ্ধ শুরু হতে চলেছে বলে সতর্ক করে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্পের ভবিষ্যদ্বাণী, ইউক্রেনে যেমন জো বাইডেন প্রশাসন যুদ্ধ আটকাতে পারেনি, ঠিক তেমনই তাইওয়ানকেও বাঁচাতে ব্যর্থ হবে তারা। আক্রমণ শুরুর অষ্টম দিনে এসে রাশিয়ার সেনাবাহিনী দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর খারসনের নিয়ন্ত্রণ দখল করেছে বলে শহরের মেয়র বলেছেন। খারসনই হচ্ছে এক সপ্তাহ আগে হামলা শুরুর পর রাশিয়ার দখলে যাওয়া প্রথম বড় শহর। ইউক্রেনের সেনাবাহিনীর ক্রমাগত প্রতিরোধে এখনো রাজধানী কিয়েভের দখল নিতে পারেনি রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে সাহায্য না করলেও ইউক্রেনের জন্য অস্ত্রশস্ত্রের পাশাপাশি আড়াই হাজার কোটি টাকার বেশি আর্থিক ঋণ মওকুফ করেছে। ট্রাম্প বলেছেন, শি জিনপিং এখন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেকে মজা নিচ্ছেন আর ভাবছেন, যুক্তরাষ্ট্র কী বোকা। আমি নিশ্চিত, এসব দেখে তাইওয়ানে হামলার পরিকল্পনা একরকম পাকা করে ফেলেছে তারা। ট্রাম্প আরো বলেছেন, ইউক্রেনে পুতিন সফল হলেই চীন হামলা চালাবে তাইওয়ানে। তখনো এমনই হাত গুটিয়ে বসে থাকবেন বাইডেন। ডোনাল্ড ট্রাম্প অবশ্য নিশ্চিত, বর্তমানে তিনি যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন, তাহলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধই হতো না। তার যুক্তি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সঙ্গে এমন করতেই পারতেন না। এর আগেও রাশিয়ার সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব সমালোচিত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন ট্রাম্প নিজেই একবার পুতিনের পক্ষে কথা বলায় তার সমালোচনা শুরু হয়। পরে অবশ্য ট্রাম্প সেই ভুল আর করেননি। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে বাইডেনের অবস্থান নিয়ে ইতোমধ্যেই ক্ষোভ জমেছে মার্কিনদের মনে। ট্রাম্পের সমালোচকদের বক্তব্য, ট্রাম্প সেই আবেগকেই নিজের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছেন। গত দুদিন ধরেই পুতিনের পক্ষে মন্তব্য করার বদলে ভলোদিমির জেলেনস্কির প্রশংসা করেছেন ট্রাম্প। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন