ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন যে দেশটিতে এক সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধে রাশিয়ার ৯ হাজার সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার তিনি এমন মন্তব্য করেন। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এক সপ্তাহের মধ্যে রাশিয়ার ৯ হাজার সেনা নিহত হয়েছে। মাইকোলাইভ শহরের দিকে ২০০ থেকে ৩০০ সেনাসহ বেশ কয়েকটি হেলিকপ্টারকে ধ্বংস করা হয়েছে। এ সকল রুশ সেনাদের বয়স ছিল ১৯-২০ বছর। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যেখানেই তারা (রাশিয়ানরা) যাবে তাদেরকে ধ্বংস করা হবে। আক্রমণকারীরা ইউক্রেনের জনগণের কাছ থেকে সঠিক জবাব পাবে। এটা ইউক্রেনের জনগণের জন্য দেশপ্রেমমূলক যুদ্ধ। ইয়েনি শাফাক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন