ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন যে দেশটিতে এক সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধে রাশিয়ার ৯ হাজার সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার তিনি এমন মন্তব্য করেন। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এক সপ্তাহের মধ্যে রাশিয়ার ৯ হাজার সেনা নিহত হয়েছে। মাইকোলাইভ শহরের দিকে ২০০ থেকে ৩০০ সেনাসহ বেশ কয়েকটি হেলিকপ্টারকে ধ্বংস করা হয়েছে। এ সকল রুশ সেনাদের বয়স ছিল ১৯-২০ বছর। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যেখানেই তারা (রাশিয়ানরা) যাবে তাদেরকে ধ্বংস করা হবে। আক্রমণকারীরা ইউক্রেনের জনগণের কাছ থেকে সঠিক জবাব পাবে। এটা ইউক্রেনের জনগণের জন্য দেশপ্রেমমূলক যুদ্ধ। ইয়েনি শাফাক।
মন্তব্য করুন