শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

লড়াইয়ের হুঙ্কার ল্যাভরভের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিছু বিদেশী নেতা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে বিশ্বাস করেন তিনি। তবে মস্কো একেবারে ‘শেষ’ পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান চালাবে। বৃহস্পতিবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, পারমাণবিক যুদ্ধের কোনো চিন্তা নেই রাশিয়ার। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের এক সপ্তাহ পর রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একজন ‘জাতিগত ইহুদি’ এবং ‘তিনি এমন একটি সমাজের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে নাৎসিবাদ লালন করা হয়’ বলে অভিযোগ করেছিলেন ল্যাভরভ। তবে এসব অভিযোগের ব্যাপারে কোনো ধরনের প্রমাণ দেখাতে পারেননি রাশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী। নেপোলিয়ান এবং হিটলারের সঙ্গে যুক্তরাষ্ট্রকে তুলনা করে তিনি বলেছেন, তারা ইউরোপকে বশ করতে চেয়েছিলেন, এখন আমেরিকা সেটা করছে। ল্যাভরভ বরাবরের মতো ইউক্রেন সরকারকে ‘নাৎসি’ আখ্যা দিয়ে বলেন, গ্যাং দল মারিওপোলসহ ‘শহর এবং উপশহরগুলো’ লুট করছে। ইউক্রেনের প্রধান বন্দরগুলোর একটি মারিওপোল। রুশ এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, ইউক্রেনের সেনারা বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। বক্তব্যের মধ্যে বারবার ‘হলিউড মুভি’র কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষদের পশ্চিমা মিডিয়ার লেখা হলিউড মুভি দেখা উচিত নয়। এগুলো (পশ্চিমা মিডিয়া) দুষ্টুচক্র। লাভরাভ আরও বলেন, রাশিয়ার মূল্যে ন্যাটো পশ্চিমাদের নিরাপত্তা শক্তিশালী করছে। রাশিয়ার গ্যাসপাইপলাইন নর্ডস্ট্রিম ২ বন্ধের সিদ্ধান্তের পেছনেও যুক্তরাষ্ট্র দায়ী বলে তার অভিযোগ। বিদেশি কিছু নেতা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে ল্যাভরভ বলেন, সেনা অভিযানের মাধ্যমে ইউক্রেনে তারা শেষ দেখে ছাড়বেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিছু বিদেশী নেতা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে বিশ্বাস করেন তিনি। তবে মস্কো একেবারে ‘শেষ’ পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান চালাবে। বৃহস্পতিবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, পারমাণবিক যুদ্ধের কোনো চিন্তা নেই রাশিয়ার। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের এক সপ্তাহ পর রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একজন ‘জাতিগত ইহুদি’ এবং ‘তিনি এমন একটি সমাজের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে নাৎসিবাদ লালন করা হয়’ বলে অভিযোগ করেছিলেন ল্যাভরভ। তবে এসব অভিযোগের ব্যাপারে কোনো ধরনের প্রমাণ দেখাতে পারেননি রাশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী। রয়টার্স, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন