শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

চার রুশ যুদ্ধজাহাজ তুর্কি প্রণালী হয়ে কৃষ্ণসাগরে যেতে পারবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

তুর্কি প্রণালী ব্যবহার করে চার রুশ যুদ্ধজাহাজ আর কৃষ্ণসাগরে যেতে পারছে না। তুরস্ক সরকারের অনুরোধের প্রেক্ষিতে রাশিয়ান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের যুদ্ধজাহাজগুলোকে তুর্কি প্রণালী দিয়ে কৃষ্ণসাগরে পাঠাবে না। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা। তুরস্ক সরকার জানিয়েছে, তুর্কি প্রণালী ব্যবহার করে চার যুদ্ধজাহাজ নিয়ে কৃষ্ণসাগরে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে রাশিয়া। মূলত, তুরস্কের দাবির প্রেক্ষিতে রাশিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে। তুরস্ক একটি ন্যাটো জোটভুক্ত রাষ্ট্র। রাশিয়া ও ইউক্রেন হলো তুরস্কের কৃষ্ণসাগরীয় অঞ্চলের প্রতিবেশী। দু’প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেনের সাথে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। এ কারণে ইউক্রেন-রাশিয়া পরস্পর যুদ্ধ লিপ্ত হলে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তুরস্ক। সোমবার তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্কের বসফরাস ও দারদানেলিস প্রণালী বন্ধ করে দেয়া হয়েছে। ১৯৩৬ সালের চুক্তি অনুসারে ইউক্রেন ইস্যুতে যুদ্ধ শুরুর পর এসব প্রণালী বন্ধ করে দেয়া হয়। মন্ট্রেক্স কনভেনশন অনুসারে, বসফরাস ও দারদানেলিস প্রণালী নিয়ন্ত্রণ করে তুরস্ক। এ প্রণালীগুলোকে ব্যবহার করে ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে সংযুক্ত হয়েছে। যুদ্ধের সময় তুরস্ক তার এ প্রণালীগুলো দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতে পারে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন