ইউক্রেনে নো-ফ্লাই জোন বাস্তবায়নে ন্যাটোর প্রতি যেকোনও আহ্বান দায়িত্বজ্ঞানহীনতা হবে বলে মন্তব্য করেছেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী ইনগ্রিডা সিমোনিতে। শুক্রবার তিনি বলেন, এই ধরনের যেকোনও আহ্বানের ফলে সামরিক জোটটির সঙ্গে রাশিয়ার সরাসরি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস বর্তমান সামরিক সংঘাতে ন্যাটোকে যুক্ত করার সব ধরনের উৎসাহই দায়িত্বজ্ঞানহীনতা।’ এর আগে গত সোমবার রুশ প্লেনের জন্য ‘নো ফ্লাই জোন’ তৈরির কথা বিবেচনা করতে পশ্চিমাদের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে মস্কো বোমা হামলা শুরু করলে এই আহ্বান জানান জেলেনস্কি। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই আহ্বান প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সূত্র : রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন