শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অনেক ইসলামী আন্দোলন ব্রিটিশ মূল্যবোধ ধারণ করে : এমপিদের অভিমত

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ এমপিদের একটি প্রভাবশালী দল বলেছে, অনেক রাজনৈতিক ইসলামিক আন্দোলন ব্রিটেনের মূল্যবোধ ধারণ করে এবং তাদের মূল্যয়ন করা উচিত। তাদের প্রতিবেদনে ডেমোক্রেট ও লিবারেলদের মূল্যবোধ ধারণকারীদের বাহবা দিয়ে অন্যদের অসহিষ্ণু ও উগ্রবাদী দৃষ্টিভঙ্গীতে দেখার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতির সমালোচনা করা হয়। তারা মিশরের মুসলিম ব্রাদারহুডের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনেরও প্রবল সমালোচনা করেন। স্যার জন জেনকিনস সউদি আরবে ব্রিটিশ রাষ্ট্রদূত থাকাকালে রিপোর্টে বলেছিলেন, অন্য কোন রাষ্ট্র তাদের মদদ দিচ্ছে। পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ক্রিসপিন ব্লান্ট বলেন, আমরা রাজনৈতিক ইসলামের সম্প্রসারণের ব্যাপারে সজাগ থাকবো, তা ঠিক আছে। কিন্তু এ ধরনের সব আন্দোলনেকেই মুসলিম ব্রাদারহুডের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না। দ্য ইন্ডিপেন্ডেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন