ইনকিলাব ডেস্ক : ইরানের পার্লামেন্ট স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, মুসলিম বিশ্বকে দুর্বল করার লক্ষ্যে সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইহুদিবাদী ইসরাইল। ইরান সফররত তিউনিশিয়ার একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংকটে দুঃখ প্রকাশ করে লারিজানি বলেন, মুসলিম জাতিগুলোকে দুর্বল করে ফেলার লক্ষ্যে আমেরিকা ও ইসরাইল ইসলামের মাজহাব ও ফেরকাগুলোর মধ্যে বিভেদ ও সংঘাত উস্কে দিচ্ছে। কিন্তু মুসলমানরা সচেতন হলে এ ধরনের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। অন্যদিকে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য বলে উল্লেখ করেন তিনি। ড. লারিজানি বলেন, কিছু মুসলিম দেশের সরলতার কারণে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ সফল হচ্ছে না। পার্সটুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন