বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১০ সেকেন্ডের জন্য বেঁচে গেছি : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

উত্তরপ্রদেশের বারাণসী থেকে কলকাতা ফেরার পথে বড় বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। গত সোমবার বিধানসভা অধিবেশনের আগে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরপ্রদেশ সফর সেরে ফেরার সময় তার বিমানের সামনে চলে এসেছিল আরেকটি বিমান। তাতে বড় বিমান দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু শেষ মুহূর্তে ১০ সেকেন্ডর জন্য তিনি বেঁচে যান। মমতা জানিয়েছেন, স্রেফ পাইলটের দক্ষতাতেই রক্ষা পান তিনি। তবে তার কোমরে আঘাত লাগে। সেই ব্যথা এখনও রয়েছে তার। গত শুক্রবার উত্তরপ্রদেশ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। ফেরার পথে তিনি বিমান বিভ্রাটে পড়েন। বিষয়টি নিয়ে তৃণমূল প্রশ্ন তুললে বিমানবন্দরের পক্ষ থেকে খারাপ আবহাওয়াকে দায়ী করা হয়। গত সোমবার বিধানসভার কক্ষে ঢোকার আগে এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিলেন মমতা নিজেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, খারাপ আবহাওয়া দায়ী নয়, তার বিমানের মুখোমুখি চলে এসেছিল আরকটি বিমান। দুর্ঘটনা ঘটতে পারত। মাত্র ১০ সেকেন্ডের জন্য রক্ষা পেয়েছেন তিনি। মমতা জানান, মুখোমুখি একই লাইনে চলে এসেছিল বিমান দু’টি। কিন্তু পাইলট অত্যন্ত দক্ষতায় প্রায় সঙ্গে সঙ্গে আট হাজার ফুট নীচে নামিয়ে আনেন বিমানটিকে। তাতেই শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এদিকে তৃণমূল ইউনিয়নের প্রশ্ন, বার বার মুখ্যমন্ত্রীর বিমানেই বিভ্রাটের ঘটনা কেন ঘটছে? দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সমর্থিত কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন। তারা জানতে চেয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) কাজকর্মে কি কোনও গাফিলতি ছিল? মুখ্যমন্ত্রীর বিশেষ বিমান যে ওই রুট দিয়েই আসবে, তা আগে থেকে জানত এটিসি। ফলে বিমানবন্দর কর্তৃপক্ষের উচিত ছিল, রুট ক্লিয়ার রাখা এবং এই রুটের আপডেট দেওয়া। আগামী দিনে মুখ্যমন্ত্রীর যাত্রাপথ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ যাতে আরও সজাগ দৃষ্টি রেখে চলেন, সেই দাবিও তৃণমূলের পক্ষ থেকে জানানোর কথা বিমানবন্দর কর্তৃপক্ষকে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ইকনোমিকস টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন