ইনকিলাব ডেস্ক : ভারতে পর্যটক টানার জন্য বিজ্ঞাপনে আর অভিনেতা-অভিনেত্রীদের ডাকা হবে না। সেই কাজটা প্রধানমন্ত্রীই করে দেবেন। এবার ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র ম্যাসকট হচ্ছেন খোদ নরেন্দ্র মোদি। টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর খবর, সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ক্যাম্পেইনের মুখ হতে চলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পর্যটন মন্ত্রনালয়ের বক্তব্য, বলিউড তারকাদের তুলনায় দেশে বিদেশে প্রধানমন্ত্রীর পরিচিতি ও জনপ্রিয়তা কোনও অংশে কম নয়, তাই তিনিই প্রচারের সবথেকে যোগ্য মুখ। এর আগে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ক্যাম্পেন-এর ম্যাসকট ছিলেন অভিনেতা আমির খান। নতুন প্রচারের মুখ হিসেবে মেগাস্টার অমিতাভ বচ্চনের কথা ভাবা হয়েছিল। জল্পনা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার নাম নিয়েও। কিন্তু এখন পর্যটন মন্ত্রনালয়ের সিদ্ধান্ত, ওই ভূমিকায় প্রধানমন্ত্রীই যোগ্যতম। তাকেই করা হবে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ ক্যাম্পেন-এর ম্যাসকট। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের বক্তব্য, গত দু’বছরে যে সব দেশে প্রধানমন্ত্রী সফর করেছেন, সেই দেশ থেকে ভারতে আসা পর্যটক আগের থেকে অনেক বেড়েছে। সুতরাং মোদিকে মুখ করে প্রচার করলে পর্যটক সংখ্যা আরও বাড়বে। তাদের দাবি, প্রধানমন্ত্রীর সফরের পরে আমেরিকা, জার্মানি, ফিজি, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও মায়ানমারের মতো বেশ কয়েকটি দেশের পর্যটক উল্লেখযোগ্য হারে বেড়েছে। নভেম্বর থেকেই ভারতে পর্যটনের মরসুম শুরু হয়ে যায়। দ্য হিন্দু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন