শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

চীনের ‘দুই অধিবেশন’ অত্যন্ত সফল হয়েছে: তাহির ফারুক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ৪:৪৮ পিএম

পাকিস্তানের ইকোনমিক নেট-এর প্রধান সম্পাদক এবং সেদেশের সংবাদপত্র সম্পাদক সমিতির ভাইস-চেয়ারম্যান তাহির ফারুক সিএমজি-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, চীনের সদস্যসমাপ্ত ‘দুই অধিবেশন’ অত্যন্ত সফল হয়েছে।

তিনি বলেন, দুই অধিবেশনে চীনের ভবিষ্যতের রাজনীতি ও অর্থনীতির উন্নয়ন-পরিকল্পনা গৃহীত হয়েছে। দুই অধিবেশন বিশ্বের সামনে শান্তিপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টান্তও স্থাপন করেছে। ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাবের সবচেয়ে চমত্কার দিক হচ্ছে চীন শুধু নিজের সমৃদ্ধির জন্য কাজ করছে না, বরং অংশগ্রহণকারী দেশগুলোর সমৃদ্ধির জন্যও কাজ করছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, চীনের সরকারি-কার্যবিবরণীতে উচ্চ গুণগত মানের ‘এক অঞ্চল, এক পথ’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই উদ্যোগ বিশ্বের সমৃদ্ধি এবং যৌথভাবে মানবজাতির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। এটি বিশ্বে শান্তি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও বলেন, ‘এক অঞ্চল, এক পথ’-এর প্রধান প্রকল্প চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের গুরুত্ব অপরিসীম। বিগত ৯ বছরে, এ করিডোরের কাঠামোতে, পাকিস্তানে বহু অবকাঠামো নির্মিত হয়েছে, যা স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে চলেছে। সূত্র: সিআরআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন