প্রশ্নের বিবরণ : বন্ধ রুমে আন্ডারওয়্যার/বিনাকাপড়ে একাকী গোসল করার সময় গোসলের ফরজগুলো পালন করলে, গোসলের পর কি আবারো ওযু করার প্রয়োজন আছে?
উত্তর : গোসল করার পর আলাদা অজুর প্রয়োজন হয় না। কারণ, অজুর অঙ্গগুলো গোসলের সময়ও ধোয়া হয়ে যায়। আর শরীরের কোনো অংশ উদোম হওয়া বা সতর খোলা অজুর ভঙ্গের কারণ নয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন