বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করছে : ইবিআরডি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

ইউক্রেন যুদ্ধ জ্বালানি, খাদ্য, মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্যের ওপর ব্যাপক অর্থনৈতিক প্রভাব ফেলছে। ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভলপমেন্ট (ইবিআরডি) এ কথা বলেছে। পুনর্গঠন এবং উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংক ইবিআরডি’র প্রধান অর্থনীতিবিদ বিটা জাভরসিক এই অর্থনৈতিক বিরূপ প্রভাব সম্পর্কে এএফপিকে বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে এ পর্যন্ত ৩০ লাখের বেশি শরণার্থী পালিয়ে এসেছে। লন্ডন ভিত্তিক ইবিআরডি থেকে ‘রেজিলেন্স প্যাকেজের’ আওতায় বিশ্বব্যাপী ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ইউক্রেনের জন্য দুই বিলিয়ন ইউরো সহ (২.২ বিলিয়ন ডলার) বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে। কিন্তু এখনো সংঘাতের অবসান হয়নি। এই সঙ্কটে সরবরাহ আতঙ্কে পণ্য মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যেই তা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বেড়েছে। এএফপি’র এক প্রশ্নের জবাবে বিটা জাভরসিক বলেন, এই যুদ্ধ কত দিন দীর্ঘস্থায়ী হবে তার ওপরই এর ক্ষতি হিসাব নির্ভর করছে। ইউক্রে সরকার বলেছে, ক্ষতিগ্রস্ত ভবন ও অবকাঠামো পুন:নির্মাণেে এক শ’ বিলিয়ন ডলার লাগবে। যা দেশটির জিডিপি’র দুই তৃতীয়াংশ। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন