কানাডায় এক উগ্রবাদী যুবক (২৪) কুঠার নিয়ে মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে। এ সময় ওই ইসলামবিদ্বেষী যুবক মুসল্লিদের ওপর ভালুক তাড়ানো স্প্রে ছিটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ জানিয়েছে, টরন্টোর মিসিসাওগা শহরতলিতে অবস্থিত একটি মসজিদে শনিবার ওই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত মসজিদে পুলিশ গিয়ে ওই উগ্রবাদী যুবককে গ্রেফতার করে। তবে মুসল্লিরা সঙ্গে সঙ্গে তাকে আটক করায় হামলায় কেউ গুরুতর আহত হননি। তাৎক্ষণিকভাবে পুলিশ জানিয়েছে, এটি সংঘবদ্ধ কোনো সন্ত্রাসী গ্রুপের হামলা নয়। তার ব্যক্তিগত বিদ্বেষ থেকেই এ হামলা করা হয়েছে। কাডানার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মসজিদে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কানাডায় এ ধরনের ধর্মীয় বিদ্বেষের স্থান নেই। প্রধানমন্ত্রীর পাশাপাশি এ ঘটনার নিন্দা জানিয়েছেন, টরন্টোর মেয়র এবং অনটারিওর প্রদেশিক প্রধানমন্ত্রী। আরব নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন