শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দাবানলে টেক্সাসের কার্বন শহরের বেশিরভাগ অঞ্চল ভস্মীভূত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাসের কার্বন শহরের ৮৫ ভাগ এলাকা পুড়ে গেছে। এতে ৮৬টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় সাধারণ মানুষকে সহযোগিতা করতে গিয়ে শহরে বারবারা ফেনলি নামের শেরিফের এক সহকারি মারা গেছেন। আজ রোববার স্থানীয় গণমাধ্যম ডালাস মর্নিং নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, টেক্সাস এঅ্যান্ডএম ফায়ার সার্ভিস জানিয়েছে, টেক্সাসের অঙ্গরাজ্যের ডালাস থেকে প্রায় ১৯০ কিলোমিটার পশ্চিমের ছোট শহরে চারটি দাবানলে ৫৪ হাজার একর পুড়ে গেছে। ইস্টল্যান্ড কাউন্টিতে বুধবার বা বৃহস্পতিবার থেকে ছড়িয়ে পড়ে এ দাবানল। এটির মাত্র ৩০ ভাগ নিয়ন্ত্রণ করতে পেরেছেন তারা। ইস্টল্যান্ড ফায়ার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ২২৫ জন জনসংখ্যার এ শহরটির প্রায় ৮৫ ভাগ ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সংবাদপত্র ডালাস মর্নিং নিউজ ধ্বংসস্তূপে পরিণত হওয়া কিছু বাড়ির ছবি প্রকাশ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্মকর্তারা। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন