শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মারিউপোলে কার্যালয় খুলেছে পুতিনের দল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টি ইউক্রেনের মারিউপোল শহরে কার্যালয় খুলেছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মারিউপোল কাউন্সিল। শুক্রবার আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক টেলিগ্রাম পোস্টে কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, মারিউপোলের মেট্রো শপিং সেন্টারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দলের অফিস অবস্থিত। পোস্টে আরও বলা হয়েছে, মারিউপোলে অবস্থানরত অবশিষ্ট বাসিন্দাদের মতে এই অফিস পার্টির সংবাদপত্র বিতরণ করে। সেইসঙ্গে রাশিয়ার জন্য আন্দোলন করে এবং ফিনিক্স মোবাইল অপারেটরের কার্ডও জারি করে। সেইসঙ্গে রাশিয়ার জন্য আন্দোলন করে এবং ফিনিক্স মোবাইল অপারেটরের কার্ডও জারি করে। এই অফিস ২০১৪ সাল থেকে অধিকৃত দোনেতস্ক অঞ্চল থেকে কাজ করে আসছে। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৫ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন