মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের জয়কে দুঃস্বপ্ন মনে করছে মেক্সিকো

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অভাবনীয় জয়ে যুক্তরাষ্ট্রের মতোই হতবাক বহির্বিশ^। তবে ট্রাম্পের জয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন নিকটতম প্রতিবেশী মেক্সিকো। নির্বাচনী প্রচারণার বিভিন্ন সময়ে অবৈধ অভিবাসন বন্ধে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কথা বলেছিলেন। দেয়াল নির্মাণের পদক্ষেপ নিয়ে নানা সময়ে হাসাহাসি এমনকি নিজ দলের সমালোচনা সত্ত্বেও সিদ্ধান্তে অটল থেকেছেন ট্রাম্প। তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই মুহূর্তে সবচেয়ে বেশি আতঙ্কিত মেক্সিকোবাসী। সব হিসাব-নিকেশ উল্টে দিয়ে গত বুধবার সকালেই মেক্সিকোকে মুখোমুখী হতে হয় ট্রাম্প ইভেক্টের। এদিন বিশ^বাজারে পড়েছে মেক্সিকান পেসোর মূল্য। প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ২০ পেসো। বেশিরভাগ মেক্সিকানের কণ্ঠে শোনা গেলে বিষাদের সুর। বুধবার সকালে স্থানীয় পানশালায় কর্মরত অ্যারিয়েল জামুরা (২৯) টেলিভিশনে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সংবাদ দেখতে দেখতে বলেন, বেচারা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী মেক্সিকানরা। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন