বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত যাত্রী। এদের কয়েকজনের অবস্থা গুরুতর। রবিবার ভারতের অন্ধ্রপ্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তিরুপাতি পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেন, চালকের গাফিলতির কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে খাকতে পারে। তিরুপাতি থেকে ২৫ কিলোমিটার ধরে বাকরাপেটাতে যাত্রবাহী বাসটি পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে যায়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন