ইসরাইলে বন্দুকধারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইহুদি এই দেশটির একটি শহরের রাস্তায় ওই দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর হামলাকারী অভিযুক্ত দুই বন্দুকধারীকেও গুলি করে হত্যা করা হয়। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরাইলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রবিবার তেল আবিব থেকে ৫০ কিলোমিটার উত্তরের শহর হাদেরায় দুই পুলিশ সদস্যের ওপর গুলি চালায় হামলাকারীরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে টুইটারে নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি লিখেন, ইসরাইলের হাদেরায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সমাজে এ ধরনের সহিংসতার কোনও স্থান নেই। নিহত ইসরাইলি পরিবারের পাশে আছি এবং সহানুভূতি প্রকাশ করছি। এক ভিডিওতে, ওই শহরের রাস্তায় দুই হামলাকারীকে বন্দুক নিয়ে গুলি চালাতে দেখা গেছে। তখন ওই এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, হামলায় ইসরাইলের সীমান্ত পুলিশের দুই আধাসামরিক সদস্য প্রাণ হারিয়েছেন। এর আগে ইসরাইলের একটি শপিং সেন্টারে দেশটির একজন আরব নাগরিকের হামলায় চারজন ইসরাইলি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন। ইহুদি এই দেশটির পুলিশ জানিয়েছিল, ইসরাইলের বিরশেবা শহরে বিআইজি (বিগ) শপিং সেন্টারের বাইরে একজন হামলাকারী ছুরি নিয়ে অন্যদের ওপর হামলা করে এবং এতে তিনজন নিহত হয়। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন