ইনকিলাব ডেস্ক : গ্রিসের রাজধানী এথেন্সের ফরাসি দূতাবাসে মোটরসাইকেল আরোহী হামলাকারীদের ছুড়ে মারা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। বিস্ফোরকটি একটি হাত গ্রেনেড বলে পুলিশ ধারণা করছে। গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। হামলার দায় কেউ স্বীকার করেনি। বিস্ফোরণে দূতাবাস ভবনের কোনও ক্ষতি হয়নি। তবে ঘটনাস্থলে থাকা এক নিরাপত্তারক্ষী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ১৫-১৬ নভেম্বরে গ্রিস সফরে যাওয়ার আগে দিয়ে এ হামলা হল। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন