শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানেও ৫০০ ও এক হাজার টাকার নোট বাতিলের প্রস্তাব

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তান সংসদের উচ্চকক্ষ সিনেটে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করার প্রস্তাব আনা হয়েছে। পাকিস্তান পিপলস পার্টির সিনেটর ওসমান সাইফুল্লাহ খান এ প্রস্তাব উপস্থাপন করেছেন। পাক সিনেটের অর্থ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে এ প্রস্তাব পেশ করা হয়। অবৈধ লেনদেন বন্ধ করা এবং জনগণকে ব্যাংকিং সেবাখাত ব্যবহারে উৎসাহিত করতে এ প্রস্তাব আনা হয়েছে বলে উল্লেখ করেন সাইফুল্লাহ খান। তিনি বলেন, এতে অবৈধ লেনদেন এবং গোপন অর্থনৈতিক তৎপরতার পরিমাণ কমবে। অর্থ বিষয়ক কমিটির প্রধান সিনেটর সালিম মান্দভিউল্লাহ বলেন, সিনেটে এমন প্রস্তাব গ্রহণের আগে অর্থনীতির সঙ্গে জড়িত সব পক্ষের মতামত নিতে হবে। এদিকে, সরকারের ভুল কর নীতির কারণে পাকিস্তানের মানুষ যখন অধিক হারে নগদ লেনদেনের দিকে ঝুঁকছে তখন বিরোধী দলের পক্ষ থেকে এমন প্রস্তাব আনা হলো। সূত্র : পার্স টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ