ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলো দুই মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ২০১৬ সালে যুদ্ধ শুরু হওয়ার এবারই প্রথমবারের মতো দেশজুড়ে যুদ্ধবিরতিতে সম্মতি এসেছে। জাতিসংঘের হিসেবে এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় চার লাখ মানুষ নিহত হয়েছে। এদের ৬০ শতাংশের মৃত্যু হয়েছে ক্ষুধা, অপ্রতুল স্বাস্থ্যসেবা এবং নিরাপদ পানির অভাবে। জাতিসংঘ জানিয়েছে, সউদী আরবের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট এবং ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি শনিবার স্থানীয় সময় বিকাল চারটা থেকে শুরু হয়। জাতিসংঘের মধ্যস্থতায় সই হওয়া যুদ্ধবিরতির চুক্তির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইয়েমেনি জনগণের দুর্ভোগ লাঘবে সাহায্য করবে এই চুক্তি। তবে তিনি সতর্ক করে বলেন, ‘এগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু যথেষ্ট নয়। অস্ত্রবিরতি অবশ্যই মেনে চলতে হবে এবং আগেও যেমনটি বলেছি, এই যুদ্ধ শেষ হওয়া অত্যাবশ্যক।’ রিয়াদে অনুষ্ঠিত আলোচনার দ্বিতীয় দিনে শুক্রবার এই যুদ্ধবিরতি সই হওয়ার ঘোষণা দেন জাতিসংঘের বিশেষ দূত হ্যানস গ্রান্ডবার্গ। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন