শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কুচি কুচি করে কেটে ফেলা হয় রাস্তায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১২:১৫ এএম

ইতালিতে নৃশংসভাবে খুন করা হলো ক্যারল ম্যালতেসি ওরফে শার্লট অ্যাঞ্জি নামে এক পর্ন তারকাকে! ২৬ বছর বয়সী ক্যারলকে শুধু খুন করেই ক্ষান্ত হননি তার ঘাতক, লাশ পুড়িয়ে কুচি কুচি করে কেটে ফেলে দিয়ে এসেছিল রাস্তায়। এমন ঘটনার বীভৎসতায় শিউরে উঠেছে ইতালির লোম্বার্ডি অঞ্চলের প্যালিন গ্রামের বাসিন্দারা। ওই গ্রামেই রাস্তার পাশ থেকে উদ্ধার হয় বস্তায় ভরা টুকরো টুকরো দেহাংশ! এমন ভয়াবহ খুনে অভিযুক্ত ডেভিড ফন্টানা নামে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি। পেশায় তিনি একজন ব্যাংক কর্মকর্তা। ডেভিড পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করেছেন। তদন্তে বেরিয়ে এসেছে আরও নৃশংস তথ্য। পুলিশকে ডেভিড জানিয়েছেন, ওই পর্ন তারকাকে এক মাস আগে খুন করেন তিনি। মৃতদেহ রেখে দেন ফ্রিজে। এক মাস পর দেহটি বের করে পুড়িয়ে, টুকরো টুকরো করে কেটে ফেলে আসেন রাস্তায়। ডেভিডের বিরুদ্ধে নৃশংস খুন, প্রমাণ নষ্ট করা, লাশ লোপাটের অভিযোগে মামলা হয়েছে। তদন্তে পুলিশ জেনেছে, পর্ন ছবির ওই অভিনেত্রী ডেভিডের প্রতিবেশী ছিলেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে উঠেছিল। পুলিশের অনুমান, সম্পর্ক ভেঙে যাওয়ার পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে তরুণীকে খুন করে অভিযুক্ত। তারপর পুড়িয়ে টুকরো টুকরো করে চারটি বস্তায় ভরে ফেলে আসে রাস্তায়। মিলানের বাসিন্দা ওই অভিনেত্রী পর্ন পেশায় আসার আগে এক সুগন্ধীর দোকানের কর্মী ছিলেন। একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট পোস্ট করতেন ওই তরুণী। তার থেকেই পর্ন ছবির দুনিয়ায় পা রাখা। ছয় বছর বয়সী একটি মেয়েও আছে তার। দ্য পিপল, টিএমজেড.এনজি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন