সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অনিশ্চয়তার মুখে সুইস ঘড়ি নির্মাতারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

অনিশ্চয়তায় পড়েছে সুইজারল্যান্ডের ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ২০২১ সালে সুইস ঘড়ি রফতানির ক্ষেত্রে রাশিয়া ছিল ১৭তম বৃহত্তম বাজার। এমন একটি সংবেদনশীল সময়ে দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম এবং ভোক্তাদের সঙ্গে সম্পর্ক পরিচালনা নিয়ে সংকটের মুখোমুখি হয়েছে সুইস ঘড়ি নির্মাতারা। রাশিয়ার অন্যান্য খাতের পাশাপাশি বিলাসবহুল পণ্য রফতানিতে নিষেধাজ্ঞার অর্থ হলো, ব্র্যান্ডগুলো আর দেশটিতে টাইমপিস পাঠাতে পারবে না। এরই মধ্যে বড় ব্র্যান্ডগুলো দেশটির স্টোরগুলো বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতি পশ্চিমা প্রতিষ্ঠানগুলোকে রুশ কার্যক্রম অব্যাহত রাখতে বাধ্য করার চেষ্টা করছে রাশিয়াও। দেশটিতে কার্যক্রম গুটিয়ে নেয়া প্রতিষ্ঠানের পণ্য ও সম্পদ জব্দ করারও ঘোষণা দিয়েছে মস্কো। সম্প্রতি দেশটি সুইস নির্মাতা উডমার্স পিগেটের কয়েক লাখ ডলার মূল্যের ঘড়ি জব্দ করেছে। এ নিয়ে উডমার্স পিগেট, অন্য ঘড়ি নির্মাতা রিচমন্ট কিংবা ইউলিস নারদিন কেউই কোনো মন্তব্য করেনি। ইউলিম নারদিন জানিয়েছে, রাশিয়ায় এখনো প্রায় ২০টি বিক্রয়কেন্দ্র চালু রয়েছে। তবে অতীতের তুলনায় সংস্থাটি রাশিয়ার ওপর কম নির্ভরশীল বলে জানিয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান বেইনের ফ্যাশন অ্যান্ড লাক্সারি বিভাগের প্রধান ক্লাওদিয়া দারপিচিও বলেন, বৈশ্বিক বিলাসবহুল পণ্যে ব্যয়ের ২-৩ শতাংশ অবদান রাখে রুশ নাগরিকরা। অর্থের হিসাবে এটি প্রায় ৭৭৫ কোটি ডলার। তাছাড়া প্রতিষ্ঠানগুলোর জন্য ধনী এ রুশরা বিশ্বস্ত গ্রাহক। তারা এসব পণ্যে প্রতি বছর লাখ লাখ ডলার ব্যয় করেন এবং আমি মনে করি, ব্যক্তিগত স্তরে ব্র্যান্ডগুলোর সঙ্গে ভোক্তাদের দৃঢ় সম্পর্ক রয়েছে। এদিকে নিষেধাজ্ঞার কারণে রুশ হীরা আমদানি নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। সুইস লাক্সারি ব্র্যান্ড প্যাটেক ফিলিপের প্রধান নির্বাহী থিয়েরি স্টার্ন বলেন, আমি মনে করি না যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আমাদের হীরার প্রাপ্তি বন্ধ করে দেবে। কারণ আমাদের কাছে অন্তত এক বছর ব্যবসা চালিয়ে যাওয়ার মতো হীরা মজুদ রয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত সরবরাহও ঠিক আছে। তবে চলমান এ সংকট দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। রিচমন্ট জানিয়েছে, সংস্থাটি রুশ হীরা কেনা বন্ধ করে দিয়েছে। তবে সংস্থাটি অন্য কোনো দেশ থেকে ধাতুটির সরবরাহ পাওয়া যাবে বলে আশাবাদী। আরেকটি ব্র্যান্ড ওরিসের কোণ্ডসিইও রল্ফ স্টুডার বলেন, আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে রাশিয়ায় লাখো মানুষ রয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন