শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রমজানে সম্প্রীতির বার্তা মোদির, শুভেচ্ছা মমতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘পবিত্র রমজান মাসের সূচনায় সকলকে শুভেচ্ছা জানাই। আশা করি এই পবিত্র মাস যেন মানুষ দরিদ্রদের সেবায় আরও বেশি করে নিয়োজিত করে। দেশে যেন শান্তি, সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় থাকে।’ নরেন্দ্র মোদির পাশাপাশি রমজান মাসের সূচনায় সকলকে শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একটি টুইটে তিনি লিখেছেন, ‘রমজান মাসের সূচনায় সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি আল্লাহ যেন সকলকে এই মাস উদযাপনে শক্তি ও দৃঢ়তা প্রদান করেন।’ একইসঙ্গে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। তিনি লিখেছেন, পবিত্র রমজান মাসের সূচনায় সকলকে শুভেচ্ছা। রমজান অর্থাৎ ঈশ্বরের প্রতি আস্থা, পবিত্র জীবন এবং দরিদ্রের প্রতি সহমর্মিতা। প্রার্থনা করি এই রমজান সুখ, শান্তি এবং উন্নতি নিয়ে আসুক সকলের জীবনে। শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। টুইটে তিনি লিখেছেন, রমজান মুবারক! প্রার্থনা করি এই পবিত্র মাস সকলের জন্য সুস্বাস্থ্য, শান্তি এবং উন্নতি বহন করে আনুক। টিওআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন