শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইইউ’র আগে ন্যাটোর সদস্য হতে হবে : মেদভেদেভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সদস্য হওয়ার আগে ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য হতে হবে বলে মন্তব্য করেছে রাশিয়া। সাবেক রুশ প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ শনিবার এক বক্তব্যে এ মন্তব্য করেন। রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু করার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে ইইউ’তে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক আবেদনে সই করেন। তিনি তার দেশের সদস্যপদের বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করার জন্যও ইইউ’র প্রতি আহ্বান জানান। রাশিয়া এ ব্যাপারে কিয়েভকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মস্কো কোনো অবস্থায় ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি মেনে নেবে না। রুশ সরকার ঘোষণা করেছে, ইউক্রেন যৎক্ষণ পর্যন্ত নিজেকে জোট নিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করা হবে না। মেদভেদেভ শনিবার মস্কোয় এক বক্তব্যে বলেন, ইউক্রেনের ইইউ’তে অন্তর্ভুক্তিতে রাশিয়ার আপত্তি নেই। তবে সাম্প্রতিক বছরগুলোতে মন্টিনিগ্রো ও মেসিডোনিয়ার ইইউ’তে অন্তর্ভুক্ত হওয়ার ইতিহাস একথা প্রমাণ করে যে, কেবলমাত্র ন্যাটোর সদস্যপদ পাওয়ার পরই কোনো দেশ ইইউ’র সদস্য হতে পারে। সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন, ন্যাটো ও ইইউ’র সম্পর্ক রক্ষায় আমেরিকা কৌশলগত ভূমিকা পালন করে এবং ব্রাসেলস সব সময় ওয়াশিংটনের নির্দেশে চলে যদিও তারা মুখে একথা স্বীকার করতে রাজি নয়। পর্যবেক্ষকরা বলছেন, দিমিত্রি মেদভেদেভের বক্তব্যে পরোক্ষভাবে এই ইঙ্গিত রয়েছে যে, কিয়েভ যতই আবেদন জানাক বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনকে সদস্যপদ দিতে রাজি হবে না ইউরোপীয় ইউনিয়ন। আরটি,তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন