শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রতিকূলতা সত্ত্বেও কর্মসংস্থান ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে চাকরি হারায় মার্কিনরা। সম্প্রতি কোভিডজনিত বিধিনিষেধ শিথিল হওয়ার কারণে আর্থিক অবস্থা পুনরুদ্ধারে নেমেছে প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় গত মাসে ৪ লাখ ৩১ হাজার কর্মসংস্থান বেড়েছে যুক্তরাষ্ট্রে। খবর বিবিসি। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্য বলছে, এ নিয়ে টানা ১৫ মাসের মতো কর্মসংস্থান বেড়েছে দেশটিতে। ফলে দেশটিতে বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশে নেমেছে। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বার, রেস্তোরাঁ ও হোটেলগুলোয় কর্মসংস্থান সব থেকে বেশি বেড়েছে। মহামারীর কারণে হারানো কর্মসংস্থানগুলোর প্রায় সবই পুনরুদ্ধার হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে শ্রমবাজারে বিদ্যমান সংকটের ফলে কর্মীদের আকর্ষণ করতে বেতন বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো। শ্রম বিভাগের তথ্য অনুসারে, এক বছর আগের তুলনায় গত মাসে কর্মীদের গড় সাপ্তাহিক বেতন ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। বেতন ও কর্মসংস্থান ঊর্ধ্বমুখী থাকায় দেশটিতে মূল্যস্ফীতি আরো বাড়ছে। গত ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৯ শতাংশ, যা গত ৪০ বছরের সর্বোচ্চ। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন