প্রধানমন্ত্রী বাদে পুরো মন্ত্রীসভার পদত্যাগের পর নতুন চার মন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার দুপুরের দিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নতুন ওই মন্ত্রীদের শপথ পাঠ করান। খবর ডেইলি মিরর। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আলি সাবরি। তিনি রাজাপাকসে পরিবারের অপর সদস্য ও সদ্য সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের স্থলাভিষিক্ত হবেন। নতুন অর্থমন্ত্রী আলি সাবরি আগের মন্ত্রীসভায় বিচারমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জি এল পেইরিস। এছাড়া দেশটির শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন দীনেশ গুনাবর্ধন। সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিলেন জনস্টন ফার্নান্দো। ডেইলি মিরর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন