শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

চীন সামরিক উদ্দেশে মহাকাশ ব্যবহার করার ক্ষমতা রাখে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

প্রতিরক্ষা বিশ্লেষকেরা দাবি করেছেন, চীনের কাছে এখন মহাকাশ থেকে যুদ্ধের সমন্বয় করার প্রযুক্তি, হার্ডওয়্যার ও জ্ঞান রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পিপলস লিবারেশন আর্মি মহাকাশে সামরিক সরঞ্জাম স্থাপন করতে পারে বা স্থল পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইট ব্যবহার করতে পারে। সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের যুক্তরাষ্ট্রের ভিজিটিং সিনিয়র ফেলো রিচার্ড বিটজিংগার বলেছেন, চীন শেষ পর্যন্ত সমুদ্রে শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত করতে সেন্সর ব্যবহার করতে পারে। মহাকাশের সামরিক ব্যবহার বেশ স্বতসিদ্ধ এবং চীনারা মহাকাশের সামরিকীকরণের চেষ্টা না করলে বোকা হিসেবে পরিগণিত হবে, বিটজিংগার বলেন। চীনের ২০১৯ সালের সরকারি নথি চাইনাস ন্যাশনাল ডিফেন্স ইন দ্য নিউ এরা মহাকাশে পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের ক্রমবর্ধমান কার্যকলাপের উল্লেখ করেছে। তাইওয়ানের চাইনিজ কাউন্সিল অফ অ্যাডভান্সড পলিসি স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের মহাসচিব অ্যান্ড্রু ইয়াং বলেছেন, স্পেস হার্ডওয়্যার চীনকে একাধিক ক্ষেপণাস্ত্র ধরনের বিমান হামলা চালাতে সহায়তা করতে পারে। ভিওএ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন