শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ২০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় রবিবার সকালে কারাগারে ছড়িয়ে পড়া ব্যাপক দাঙ্গায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। দক্ষিণ আমেরিকার এ দেশের কারাগারে এটি ভয়াবহ সহিংসতার সর্বশেষ ঘটনা। প্রেসিডেন্টের দপ্তর থেকে এ কথা জানানো হয়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রেসিডেন্ট গুইলার্মো লাসোর মুখপাত্র জানায়, কুয়েনকার আল তুরি কারাগারে এ দাঙ্গায় ২০ নিহত এবং ১০ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় জানা গেছে এবং আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। ইকুয়েডর কারাগারে দাঙ্গা দমনে সাম্প্রতিক বছরগুলোতে চেষ্টা চালাতে দেখা গেছে সরকারকে। ২০২১ সালে দেশটিতে বিভিন্ন দাঙ্গায় ৩২০ আসামি নিহত হয়। এসব দাঙ্গার অধিকাংশ ছিল মাদক চক্র সংক্রান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও কারিলো সাংবাদিকদের বলেন, এ দাঙ্গা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এটি দমনে পুলিশ ও সেনাবাহিনীর ৮শ’ সদস্য পাঠানো হয়। কারাগারের সর্বোচ্চ নিরাপত্তা শাখায় স্থানীয় সময় রাত দেড়টার দিকে এ দাঙ্গা ছড়িয়ে পড়ে। এদিকে ওই কারাগার থেকে প্রায় ৯০ আসামিকে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জোরদিয়ে বলছে, এ সময় সেখান থেকে কেউ পালিয়ে যায়নি। কারিলো জানান, এ দাঙ্গা ছিল মাদক চক্র সংক্রান্ত। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন