শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কের উদ্যোগে মারিউপোলে মানবিক করিডোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

তুরস্কের উদ্যোগে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগর মারিউপোলে মানবিক করিডোর খুলতে রাজি হয়েছে রাশিয়া। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর প্রকাশ করেছে। এর আগে গত শনিবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর জানিয়েছিলেন, মারিউপোল শহরে আটকে পড়া নাগরিকদের জাহাজে করে সরিয়ে নিতে তারা উদ্যোগ নিচ্ছেন। রুশ সেনাবাহিনীর মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রেসিডেন্ট এরদোগান এ মর্মে চিঠি দিয়ে আহ্বান জানিয়েছিলেন। রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ এ বিষয়ে বলেন, মারিউপোলের সংঘাতপীড়িত অঞ্চল থেকে বেসামরিক নাগরিক এবং বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে রাশিয়া পদ্ধতিমাফিক সমন্বিতভাবে কাজ করছে। রাশিয়ার এই কর্মকর্তা আরও বলেন, খারকিভ এবং মারিউপোলে রাশিয়া তাদের স্থানীয় সময় প্রতিদিন সকাল ১০টা থেকে মানবিক করিডোর চালু রাখছে। বিদেশি রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের সকল ইতিবাচক মানবিক করিডোরের উদ্যোগে রাশিয়া স্বাগত জানাই। আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন