শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জাপানে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের দ্বীপ হনসুতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ২। গতকাল শনিবার আরটি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় শুক্রবার রাত নয়টা ৪৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিন্দাই শহর থেকে ৬৫ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের মাত্রা ৬.২ বললেও জাপান আবহাওয়া সংস্থা এই কম্পনটির রেকর্ড করেছে ৫ দশমিক ৮ মাত্রা।ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র অবস্থিত। তবে সেটি ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি বা টিইপিসি। ভূমিকম্পের কারণে কোন সুনামি সতর্কতা জারি করেনি জাপানের আবহাওয়া সংস্থা। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রও বলেছে, এতে কোনো ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা নেই। আরটি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন