মোহাম্মদ আবদুল গফুর
হুমায়ূন আহমেদ প্রধানত কথা-সাহিত্যিক হিসেবে পরিচিত হলেও এটাই তাঁর একমাত্র পরিচয় ছিল না। তিনি যেমন গল্প ও উপন্যাস লিখেছেন তেমনি লিখেছেন নাটক। নাট্য নির্দেশনায়ও ছিলেন তিনি। তার অনেক নাটক ও চলচ্চিত্রে তিনি গানও লিখেছেন। তাই তাকে গীতিকারও বলা চলে। আবার তিনি চলচ্চিত্র নির্মাণও করেছেন। আমাদের চল”ি”ত্রের ইতিহাসে এমন একটা সময় এসেছিল, যখন মনে করা হতো ব্যবসা-সফল চলচ্চিত্র নির্মাণ করতে অশ্লীলতার প্রশ্রয় দেয়া ছাড়া গত্যন্তর নেই। সে সময় তিনি সুস্থ ধারার ব্যবসা-সফল চলচ্চিত্র নির্মাণ করে দেখিয়েছেন। ব্যবসা-সফল চলচ্চিত্র নির্মাণ করতে অশ্লীলতার প্রশ্রয় দিতে হবে, এ ধারণা সঠিক নয়। মোটের উপরে গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র যেখানেই তিনি হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন। একারণে তাকে বলা যায়, এক বহুমাত্রিক অনন্য প্রতিভা। একের মধ্যে অনেক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন