ইরানের বিপ্লবী গার্ড পারস্য উপসাগরে জ্বালানি তেল চোরাচালানের সাথে জড়িত ১১ ক্রু’সহ একটি বিদেশী জাহাজ আটক করেছে। শনিবার দেশটির একজন সিনিয়র বিচারিক কর্মকর্তা এ কথা জানান। দক্ষিণ হরমোজান প্রদেশের বিচার প্রধান মোজতবা গহরমানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘নৌবাহিনী জ্বালানি তেল বহনকারী একটি বিদেশী জাহাজ পারস্য উপসাগরের পানিসীমায় আটক করেছে।’ জাহাজটির ২ লাখ ২০ হাজার লিটার তেল জব্দ এবং ১১ বিদেশী ক্রুকে তদন্তের জন্য আটক করা হয়েছে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন