‘মানুষটাকে আমি ৪০ বছর ধরে চিনি। তিনি আর যাই হন, দুর্নীতিগ্রস্ত নন।’ পাকিস্তানের সংসদে অনাস্থা ভোটে পরাজয়ের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান সম্পর্কে বলিউড অভিনেত্রী সিমি গারেওয়াল এক টুইটে ওইসব কথা বলেন।
সিমি গারেওয়াল নিজের টক শোর সুবাদেই বিনোদন এবং ক্রীড়া জগতের একাধিক তারকার সঙ্গে তার দুর্দান্ত সম্পর্ক গড়ে ওঠে। ইমরান খান তাদের মধ্যেই একজন। গত চার দশক ধরে তিনি তার বন্ধুকে চেনেন। ইমরানের এমন পরিণতি মেনে নিতে নারাজ সিমি। সে কথা প্রকাশ্যে আনলেন নিজেই।
গত শনিবার মধ্যরাতে ইমরান খানের নাম উল্লেখ করে সিমি টুইট করেন। টুইটে বরেন, ‘আমি গত ৪০ বছর ধরে ইমরানকে চিনি। তাঁর মজ্জায় রয়েছে আদর্শ। হয়ত জীবনে তাকে কিছু ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু, দুর্নীতির সঙ্গে ও জড়িত এ কথা মেনে নেওয়া যায় না।’
এই প্রথমবার নয়। আগেও ইমরান খানকে নিয়ে টুইট বার্তা দিয়েছেন সিমি গারেওয়াল। ২০১৮ সালে যখন ইমরান ভোটে জয়ী হয়েছিলেন, সে সময়ও বলিউডের ‘গ্রেসফুল লেডির’ টুইট সবার নজর কেড়েছিল।
সিমি বলেছিলেন, ‘একসময় ইমরান আমাকে বলেছিলেন যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এবং পরবর্তীতে তাঁকে হত্যা করা হবে। এমনটা নাকি ঁতঁকে এক পীর বলেছিলেন। মনে হয়, নিজের পরিণতি জানা সত্ত্বেও যে কোনও মূল্যে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন ইমরান। বিষয়টি দুঃখজনক...।’
পরে ইমরানকে শুভেচ্ছা জানিয়ে সিমি বলেন, ‘অভিনন্দন! এই দিনটির অপেক্ষায় ছিলেন আপনি। আমি চাই আমি সাফল্য পান। যে স্বপ্ন আপনি দেখেছেন, তাকে বাস্তবায়িত করুন। আমি জানি, আপনিই পারবেন। আর হ্যাঁ, নিরাপদে থাকুন।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ট্রিবিউন ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন