শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিল গেটস ৪ নাম্বারে শীর্ষ ধনী ইলন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

শীর্ষ দশে চীন ও রাশিয়ার কোনো বিলিয়নিয়ার না থাকলেও ভারতের একজন রয়েছেন। ৯০ বিলিয়ন ডলারের মালিক হিসেবে তালিকায় দশম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। এবারের ধনীদের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ২৩৬ জন বিলিয়নিয়ার। ফোর্বসের ধনীদের তালিকায় শীর্ষে ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। যিনি ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিক। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের সিইও জেফ বেজোস। যিনি ১৭১ বিলিয়ন ডলারের মালিক। ৩৬তম বার্ষিক ধনীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এবারের তালিকায় স্থান পেয়েছে বিশ্বের শীর্ষ দুই হাজার ৬৬৮ জন বিলিয়নিয়ার। তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের মোট সম্পদের পরিমাণ ১২.৭ ট্রিলিয়ন ডলার, যা ২০২১ সালের তুলনায় ৪০০ বিলিয়ন ডলার কম। যদিও গত বছর থেকে সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রায় ১ হাজার বিলিয়নিয়ারের। এ বছরও সবচেয়ে বেশি বিলিয়নিয়ার যুক্তরাষ্ট্রে। ৪.৭ ট্রিলিয়ন ডলারের মালিক যুক্তরাষ্ট্রের ৭৩৫ বিলিয়নিয়ার। এরপরই সবচেয়ে বেশি বিলিয়নিয়ার চীনের। ২.৩ ট্রিলিয়ন ডলারের মালিক চীনের ৬০৭ জন বিলিয়নিয়ার। এবার ধনীদের তালিকায় সংখ্যা কমেছে রাশিয়া ও চীনের। গত বছরের তুলনায় রাশিয়ায় বিলিয়নিয়ার কমেছে ৩৪ জন এবং চীনে কমেছে ৮৭ জন। ফোর্বস-২০২২ ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। যিনি ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিক। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ১৭১ বিলিয়ন ডলারের মালিক, অ্যামাজনের সিইও জেফ বেজোস। যিনি মহাকাশ পর্যটন প্রতিষ্ঠান ব্লুঅরিজিনেরও মালিক। গত বছর তার প্রতিষ্ঠানের তৈরি করা রকেটে তিনি মহাকাশেও গেছেন। ১২৯ বিলিয়ন ডলারের মালিক হিসেবে বিল গেটসের অবস্থান তালিকায় ৪ নম্বরে এবং ১১৮ বিলিয়ন ডলারের মালিক হিসেবে ওয়ারেন বাফেট রয়েছেন ৫ নম্বরে। তালিকায় এবার অনেক পেছনে পড়েছেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সিইও মার্ক জাকারবার্গ। ৬৭.৩ বিলিয়ন ডলারের মালিক তিনি। ফোর্বস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন