শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইইউ থেকে ৩৬০ কোটি ইউরো অনুদান পেল গ্রিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

কভিড-১৯ মহামারীর বিপর্যয় কাটিয়ে উঠতে গ্রিসের জন্য ৩ হাজার ৫০ কোটি ইউরো বরাদ্দ দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্প্রতি জোটটির বরাদ্দকৃত আর্থিক সহায়তার ৩৬০ কোটি ইউরো বা ৩৯০ কোটি ডলার পেয়েছে দেশটি। সম্প্রতি ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডমব্রোভস্কিস এক ঘোষণায় গ্রিসকে ৩৬০ কোটি ডলার অর্থ সহায়তা দানের বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা জানান, এর মধ্যে ১ হাজার ২৭০ কোটি ইউরো ঋণসহায়তা দেয়া হবে গ্রিসকে। এছাড়া ২০২৬ সাল পর্যন্ত ১ হাজার ৭৮০ কোটি ইউরো অনুদান হিসেবে দিতে সম্মত হয়েছে জোটটি।এ বিষয়ে ভালদিস ডমব্রোভস্কিস বলেন, চলমান ইউক্রেন যুদ্ধ কতটা দ্রুত ঘটনাপ্রবাহ পরিবর্তন হতে পারে তা দেখিয়ে দিয়েছে। বর্তমানে আমরা একটি ভিন্ন ভূরাজনৈতিক বাস্তবতায় বাস করছি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের একত্র হওয়ার পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক সহনশীলতা তৈরি করতে আমাদের নীতিতে অবিচল থাকতে হবে। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন