ইনকিলাব ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিশ্ব ভালবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে’তে ভিন্নভাবে ভালবাসা প্রকাশ করলেন। গত বছর এ দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। ক্ষমতার এক বছর পূর্তি ও ভালবাসা দিবস উপলক্ষে তিনি টুইটে বলেছেন, গত বছর এই দিনে আম আদমি পার্টির সঙ্গে ভালবাসায় জড়িয়ে পড়ে দিল্লি। এই বন্ধন গভীর ও চিরস্থায়ী। প্রথম বছর পূর্তিতে তার সরকারের পারফরমেন্স জনগণের সঙ্গে ভাগাভাগি করবেন কেজরিওয়াল নিজে ও তার মন্ত্রীরা। এই দিনে এনডিএমসি কনভেনশন সেন্টারে এক জনশুনানি হওয়ার কথা রয়েছে। সেখানে জনগণের প্রশ্ন নেয়া হবে ফোনে। এরপর তার উত্তর দেবেন তারা। এ বিষয়ে কেজরিওয়াল টুইটে বলেন, আপনার কি দিল্লি সরকারের বিষয়ে কোন প্রশ্ন আছে? মন্ত্রীপরিষদসহ আমি আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেব। এ ছাড়াও রাজধানী দিল্লিতে একটি র্যালি করার কথা রয়েছে আম আদমি পার্টির। কেজরিওয়াল টুইটে বলেন, সকাল ১১টায় দিল্লি সরকার বেশ কিছু ঘোষণা দেবে, যা দিল্লির লাখ লাখ মানুষের উপকারে আসবে। এর আগে শনিবার কেজরিওয়াল দাবি করেন, তার সরকার নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন করেছে, ভারতের আধুনিক রাজনীতিতে যা শোনা যায়নি। আম আদমি পার্টি তাদের বিজয় র্যালি বের করার কথা থাকলেও রাজপথে থাকার ঘোষণা দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি ও কংগ্রেস। তারা আম আদমি পার্টির ক্ষমতার এক বছরকে পুরো ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন