শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইথিওপিয়ায় জরুরি অবস্থা ১১ হাজার গ্রেফতার

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইথিওপিয়া গত অক্টোবরের গোড়া থেকে জরুরি অবস্থা জারির পর থেকে এ পর্যন্ত ১১ হাজার লোককে গ্রেফতার করেছে। রাষ্ট্রীয় টেলিভিশন গত শনিবার একথা জানায়। ইথিওপিয়ায় গত এক বছর থেকে রাজনৈতিক অস্থিরতা চলছে। দেশটিতে ঘন ঘন সহিংস পরিস্থিতির উদ্ভব হচ্ছে আর কর্তৃপক্ষও সরকার-বিরোধী বিক্ষোভকারীদের ওপর নিষ্ঠুরভাবে দমন অভিযান চালাচ্ছে। স্টেট অব ইমারজেন্সি ইনকোয়ারি বোর্ডের চেয়ারপারসন টাডেস হার্তোফা এক বিবৃতিতে বলেন, এ পর্যন্ত দেশে ঘোষিত জরুরি অবস্থার কারণে ১১ হাজার ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩৪৭ জন নারী। হার্তোফা বলেন, আগ্নেয়াস্ত্র নিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য হত্যাসহ নানা অপরাধে এদের গ্রেফতার করা হয়েছে। অক্টোবরের শেষ দিকে দেশটির প্রধানমন্ত্রী হাইলেমারিয়াম দেসালিন আড়াই হাজার লোককে গ্রেফতারের কথা জানিয়েছিলেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন