সোমালিয়ার পার্লামেন্টের জন্য বেশিরভাগ এমপি অনন্য নির্বাচনের পর শপথ নিয়েছেন। দেশটির পার্লামেন্টের নাম হাউজ অব দ্য পিপল (জনগণের ঘর)। কিন্তু এই নির্বাচনে ভোট দেননি দেশটির জনগণ। চার মাস দীর্ঘ ছিল এই নির্বাচন প্রক্রিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, ১ কোটি ৬৩ লাখ জনসংখ্যার দেশটির পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন মাত্র হাজার খানেক মনোনীত ব্যক্তি। এর কারণ হলো সোমালিয়াতে একটি জটিল ও পরোক্ষ রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান। রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেয় না। নেই ‘এক ব্যক্তি, এক ভোট’ নির্বাচনি ব্যবস্থাও। এর বদলে পার্লামেন্টের ২৭৫ জন এমপি নির্বাচিত হন বিভিন্ন গোত্র প্রধান দ্বারা মনোনীত প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের দ্বারা নির্বাচিত সুশীল সমাজের সদস্যদের দ্বারা। এরপর এমপিরা ভোট দিয়ে নির্বাচন করেন প্রেসিডেন্ট, যিনি দেশ পরিচালনা করেন। ৫৪ সদস্যবিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ সিনেট, সোমালিয়ার পাঁচটি আঞ্চলিক রাজ্যের প্রতিনিধিত্বকারীরাও প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেন। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন