শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

করোনা আক্রান্তদের ২৭ ভাগই শিশু দিল্লিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের দিল্লিতে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ২৭ ভাগই শিশু। শনিবার দেশটির কোভিড-১৯ এর সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালগুলোতে ৫১ জন করোনা রোগী ভর্তি আছেন; যার মধ্যে ১৪ জনই শিশু। এর মধ্যে একটি হাসপাতালেই ১২ জন শিশু ভর্তি আছে। বাকিরা অন্য দুটিতে। যদিও চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া বেশিরভাগ শিশুর অন্যান্য অসুস্থতা রয়েছে। তবে প্রাক কোভিড সময়ের তুলনায় চলতি মাসে শিশুদের মধ্যে জ্বরজনিত অসুস্থতা প্রায় ১০-১৫ শতাংশ বৃদ্ধি দেখা যাচ্ছে। এ সংখ্যাটা বেশি এবং সেটার সঙ্গে করোনার সম্পর্ক থাকতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে বেশিরভাগ অভিভাবক লক্ষণগুলো গুরুতর না হলে পরীক্ষা করতে চান না বলেও জানান তারা। শিশুদের মধ্যে কোভিড সংক্রমণের উপস্থিতি বড়দের থেকে আলাদা দাবি করে চিকিৎকরা বলছেন, ছোট বাচ্চাদের মধ্যে প্রাথমিক লক্ষণ হল বমি, উচ্চ জ্বর ও ডায়রিয়া। এ ছাড়া আরেকটু বেশি বয়সের বাচ্চারা প্রায়ই ক্রমাগত মাথাব্যথার অভিযোগ করে। সাধারণত শিশুদের কোভিড সংক্রমণ গুরুতর অসুস্থতার কারণ হয় না। বেশিরভাগই বাড়িতে সুস্থ হয়ে যায়। চিকিৎসকরা আরও বলছেন- শ্বাসকষ্ট, নীল ঠোঁট বা মুখ, বুকে ব্যথা বা চাপ, হালকা থেকে মাঝারি অসুস্থতায় ভুগছে; শিশুদের এমন লক্ষণগুলোর দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ। এই ধরনের রোগীদের দ্রুত চিকিৎসার প্রয়োজন হতে পারে। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন