আফগানিস্তান সীমান্তে একটি সশস্ত্র গ্রুপের অতর্কিত হামলার শিকার হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এই হামলায় অন্তত সাত জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, এক সময়ে পাকিস্তান তালেবানের (টিটিপি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আফগান সীমান্তের কাছে অতর্কিত হামলার মুখে পড়ে পাকিস্তানি বাহিনীর একটি সামরিক বহর। সেনাবাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে সাত পাকিস্তানি সেনা এবং সশস্ত্র গ্রুপটির চার সদস্য নিহত হয়। বিবৃতিতে জানানো হয়, অতর্কিত ওই হামলার ঘটনা ঘটে বৃহস্পতিবার। উত্তর ওয়াজিরিস্তানের ইশাম এলাকায় আক্রান্ত হয় পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের অশান্ত উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনওয়া প্রদেশের একটি জেলা ইশাম। এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও
গ্রুপ। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন