শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শ্রীলঙ্কার হাসপাতালে ওষুধ সঙ্কট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম

শ্রীলঙ্কার চিকিৎসকরা বলছেন, সে দেশের অর্থনৈতিক সংকট আরো খারাপ হওয়ায় হাসপাতালগুলোতে ওষুধ ও প্রয়োজনীয় সরবরাহ শেষ হয়ে যাচ্ছে। চিকিৎসকদের শঙ্কা, বৈশ্বিক সাহায্য স্বল্প সময়ের মধ্যে না পৌঁছালে স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে। চিকিৎসক জ্ঞানাসেকারম উদ্বেগ প্রকাশ করে বলেন, দিনকে দিন সবকিছু (চিকিৎসাসামগ্রী) ফুরিয়ে যাচ্ছে। আমরা যদি শূন্যের পর্যায়ে চলে যাই, তাহলে আমি জানি না কী হবে। সংকটের মধ্যে চিকিৎসক এবং নার্সরাও বিক্ষোভ করেছেন। শ্রীলঙ্কার মেডিক্যাল স্পেশালিস্টদের সংগঠন থেকে একটি তালিকা তৈরি করা হচ্ছে যে, কলম্বোর হাসপাতালগুলোতে কোন কোন ওষুধের ঘাটতি রয়েছে। ডা. জ্ঞানাসেকারম বলেন, আমাদের ওষুধের ঘাটতি রয়েছে, অচেতন করার ওষুধের স্বল্পতা রয়েছে, সেলাই করার উপকরণের অভাব রয়েছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন