ভারতে ক্রমশই বাড়ছে জ্বালানি তেলের দাম। এরই প্রতিবাদে দুই দিনের ধর্মঘট শুরু করেছেন দিল্লির অটো, ট্যাক্সি এবং ক্যাব চালকরা। সোমবার থেকে এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে নিজেদের যানবহন বন্ধ রেখেছেন চালক সমিতির সদস্যরা। জানা গেছে, দেশটিতে বেশ কয়েক দিন ধরেই অটো ও ক্যাব চালকদের বেশ কয়েকটি ইউনিয়ন ভাড়া কমানো এবং জ্বালানি তেলের দাম কমানোর দাবি করে আসছিলেন। দিল্লি সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেয়া সত্ত্বেও ধর্মঘট প্রত্যাহার করেননি চালক সমিতির নেতারা। ইতোমধ্যেই সরকার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভাড়া সংশোধনের জন্য একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। দিল্লি অটো রিকশা সংঘের সাধারণ সম্পাদক রাজেন্দ্র সোনি বলেন, গত ৩০ মার্চ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখে আমাদের দাবিগুলো তুলে ধরেছিলাম, যার মধ্যে সিএনজির দামে ভর্তুকির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। তিনি অভিযোগ করে, দিল্লি সরকার আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করছে না। আমরা কয়েক দিন ধরেই বিক্ষোভ করছি এবং এখন ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি। তিনি আরো বলেন, আমরা ভাড়া বাড়াতে চাই না, কারণ এটি সাধারণ মানুষের পকেটেও প্রভাব ফেলবে। আমাদের একমাত্র দাবি, সরকার যেন জ্বালানির দাম না বাড়ায় এবং আমাদের সিএনজির দামে ভর্তুকি দেয়। আমরা সরকারের কাছে সিএনজির দামে প্রতি কেজিকে ৩৫ রুপি ভর্তুকি দেয়ার দাবি করেছি। অন্যদিকে অটো ও ট্যাক্সির সাথে যুক্ত আরো অনেক ইউনিয়ন এই ধর্মঘটে যোগ দেয়নি। ক্যাপিটাল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিল্লি রাজ্য সভাপতি চান্দু চৌরাসিয়া বলেছেন, গ্রামীণ সেবা এবং ই-রিকশা এই ধর্মঘটে অংশ নেবে না। আমরা আমাদের সেবা চালিয়ে যাব। তবে চান্দু চৌরাসিয়া সিএনজিতে ভর্তুকি দেয়ার দাবিকে সমর্থন করেন। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন