শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আরো এক ব্রিটিশ সেনা আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোল থেকে আটক করা একজন সাবেক ব্রিটিশ সেনাকে রুশ টেলিভিশনে দেখানো হয়েছে। শন পিনার নামের ৪৮ বছর বয়সী ওই সৈনিক বলেছেন, তিনি ইউক্রেনের নৌসেনাদের সঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রুশ গণমাধ্যমে প্রচারিত ছোট এক ভিডিওতে শন পিনারকে ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। ভিডিওতে তিনি বলছেন, ‘আমার নাম শন পিনার। আমি একজন ব্রিটিশ নাগরিক। মারিউপোল থেকে আমাকে আটক করা হয়েছে। আমি ৩৬ ব্রিগেড ফার্স্ট ব্যাটালিয়ন ইউক্রেনীয় নৌবাহিনীতে কাজ করছিলাম। প্রায় পাঁচ থেকে ছয় সপ্তাহ ধরে আমি মারিউপোলে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করছিলাম। এখন আমি দোনেৎস্ক রিপাবলিকে আছি।’ ভিডিওটি কখন ধারণ করা হয়েছে অথবা কীভাবে পিনার ধরা পড়েছেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তিনি তার ২৮ বছর বয়সী বন্ধু আইডেন আসলিনের সঙ্গে যুদ্ধ করছিলেন। আসলিন ছিলেন নটিংহামশায়ারের বাসিন্দা। গোলাবারুদ শেষ হয়ে যাওয়ায় গত সপ্তাহে আসলিনের ব্যাটালিয়ন রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কমনওয়েলথ কার্যালয় জানিয়েছে, আটক হওয়া দুই ব্রিটিশ নাগরিককে সহায়তা দিতে ইতিমধ্যে তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। তবে যুদ্ধের কারণে ইউক্রেনে থাকা ব্রিটিশ নাগরিকদের তথ্য পেতে সমস্যা হচ্ছে এবং কনস্যুলার সেবা দেওয়াও কঠিন হয়ে পড়েছে।
দ্য গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন