বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ওবামার উদ্যোগের বিরোধী রিপাবলিকান শিবির যুক্তরাষ্ট্রে বিচারপতি নিয়োগ নিয়ে রাজনীতি সরগরম

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিচারপতি অ্যানটনিন স্ক্যালিয়ার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে তার উত্তরসূরি নিয়োগ নিয়ে বেশ সরগরম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনীতি। নির্বাচনের বছর হওয়ায় এ নিয়োগ রাজনীতিতে নতুন করে রঙ ছড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, উচ্চ আদালতে নতুন বিচারপতি নিয়োগ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক শিবির। বিচারপতি এ্যানটনিন স্ক্যালিয়ার আকস্মিক মৃত্যুতে এ বিতর্ক দেখা দিয়েছে। গত শনিবার ভোরে ঘুমের মধ্যে স্ক্যালিয়া মারা যান। স্ক্যালিয়ার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর প্রেসিডেন্ট ওবামা বলেছেন, শূন্যপদ পূরণের উদ্যোগ নেয়া হবে সহসাই। কিন্তু প্রেসিডেন্টের এ উদ্যোগের বিরোধী রিপাবলিকান শিবির। দলটির নেতারা বলছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পর বিচারপতির শূন্যপদটি পূরণ করা যেতে পারে, এখন নয়। প্রেসিডেন্ট ওবামা বলেছেন, বিচারক নিয়োগ কোনো দলের বিষয় নয়। নির্দিষ্ট সময়ে শূন্যপদে একজন বিচারক নিয়োগ প্রেসিডেন্টের সাংবিধানিক দায়িত্ব। বিচারপতি নিয়োগ দেয়ার পর সিনেট সদস্যরা নতুন বিচারপতিকে পরখ করার অনেক সময় পাবেন বলে তিনি উল্লেখ করেন। এদিকে, সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ম্যাককনেল এক বিবৃতিতে বলেছেন, সুপ্রিম কোর্টের ভবিষ্যৎ বিচারপতি নিয়োগে জনগণের মতামত বিবেচনায় নেয়া দরকার। সে কারণে নতুন প্রেসিডেন্ট শপথ নেয়ার আগে কাউকে নিয়োগ দেয়া ঠিক হবে না। রিপাবলিকান সিনেটর ও সিনেট আইন বিষয়ক কমিটির সভাপতি সিনেটর লিনসে গ্রাহাম বলেছেন, সমঝোতার ভিত্তিতে বিচারপতির শূন্যপদে নিয়োগ দেয়া না গেলে, ভবিষ্যৎ প্রেসিডেন্ট শপথ নেয়ার পর এ নিয়োগ চূড়ান্ত করবেন। সিনেটে সংখ্যালঘিষ্ঠ ডেমোক্র্যাট দলের নেতা হ্যারি রেইড রিপাবলিকান নেতাদের যুক্তি প্রত্যাখ্যান করে বলেছেন, সুপ্রিম কোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্তের অপেক্ষায় পড়ে আছে। এগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিচারপতির শূন্যপদ পূরণে সিনেট সদস্যদেরও ভূমিকা রয়েছে। এছাড়া শূন্যপদে বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হবে নজিরবিহীন ঘটনা। ডেমোক্র্যাট নেতারা বলেন, ১৯৮৮ সালে ক্ষমতার শেষ বছর বিচারপতি হিসেবে এ্যানথনি কেনেডিকে নিয়োগ দেন রোনাল্ড রিগান। নিউ ইয়র্ক টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন