শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউরোপের আরো ৩১ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

রাশিয়া মঙ্গলবার জানিয়েছে, তারা ইউরোপের তিনটি দেশের আরো ৩১ কূটনীতিককে বহিস্কার করেছে।
ইউক্রেনে তাদের সামরিক অভিযান চালানোকে কেন্দ্র ইউরোপের দেশগুলোর গৃহীত ব্যবস্থার পাল্টা জবাবে মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করলো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নেদারল্যান্ডের ১৫ কূটনীতিককে অবাঞ্চিত ঘোষণা করেছে এবং তাদেরকে মস্কো ছেড়ে চলে যেতে দুই সপ্তাহ সময় বেধে দিয়েছে।
গত মাসে রাশিয়ার ২১ কূটনীতিককে বেলজিয়ামের বহিস্কারের সিদ্ধান্তে দেশটির দূতাবাসের স্টাফদের মস্কো একই সময়সীমা বেধে দিয়েছে। বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপি’কে বলেছে, ১২ কূটনীতিক এ পদক্ষেপের লক্ষ্য। মস্কো অস্ট্রিয়ার চার কূটনীতিককে দেশ ত্যাগে রোববার পর্যন্ত সময় দিয়েছে।
আর এর মধ্যদিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তুলনা মূলকভাবে নিরপেক্ষ অবস্থানে থাকা এ দেশের সাথে সম্পর্ক অবনতির ঘটনা ঘটলো।
বেলজিয়াম রাশিয়ার এমন সিদ্ধান্তকে ‘একেবারে অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছে। সূত্র : এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন