শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আল-আকসায় তাণ্ডব হাজারো ইহুদির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১২:৩০ এএম

ফিলিস্তিনের জেরুসালেম শহরের আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছেন ১১ শ’র বেশি ইসরাইলি ইহুদি। এ সময় ইসরাইলি ইহুদিরা জোর করে আল-আকসা মসজিদে প্রবেশ করে। বুধবার ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের ওই পবিত্র মসজিদে এমন বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি করেন। জেরুসালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, ১১৮০ জন ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে তাণ্ডব চালান। তারা আল-আকসা মসজিদে তিন ঘণ্টা অবস্থান করেছেন। জেরুসালেমের এ ইসলামিক ওয়াকফ বিভাগই মূলত আল-আকসা মসজিদের দেখভাল করে থাকে। এ ইসলামিক ওয়াকফ বিভাগ মূলত জর্ডান সরকার পরিচালিত। আল-আকসা মসজিদে ইহুদিদের তাণ্ডবের বিষয়ে প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনিরা বলেন, ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা যখন আল-আকসা মসজিদে জোর করে প্রবেশ করছিল, তখন মুসল্লিদের মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছিল ইসরাইলি পুলিশ সদস্যরা। প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনিরা আরো বলেন, ইহুদিরা আল-আকসা মসজিদে প্রবেশ করার আগে থেকেই সেখানে ইসরাইলি পুলিশ মোতায়েন করা হয়েছিল। এরপর ইসরাইলি ইহুদিরা ওই পবিত্র মসজিদে প্রবেশ করার সময় সেখানকার মুসল্লিদের তাড়িয়ে দেয় ইসরাইলি পুলিশ। ইয়েনি শাফাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন